বাগেরহাটে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন,ছাত্রীদের বাইসাইকেল বিতরণ।উত্তাল

বাগেরহাটে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বাইসাইকেল,জেলেদের মাঝে সাগর নিরাপত্তা সামগ্রী, কৃষকদের মাঝে ফুড পাম্প এবং অসহায় পরিবারের মাঝে ঢেউটিন
বিতরণ করেন উপজেলা প্রশাসন।
বাগেরহাট সদর উপজেলা প্রশাসন পক্ষ থেকে মঙ্গলবার (১৫ জুলাই) দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান।
এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস, মুক্ষাইট কমিউনিটি ক্লিনিক ও গোটাপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। গোটাপাড়া ইউনিয়নের সকল মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পরবর্তীতে সদরে কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভায় বক্তব্য প্রদান করেন।
এছাড়া ও বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, মৎস্য শিকারের উদ্দেশ্যে সমুদ্রগামী জেলেদের মাঝে সাগর নিরাপত্তা সামগ্রী, কৃষকদের মাঝে ফুড পাম্প এবং অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন। দিনব্যাপী সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর।
এ সময় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
