বাগেরহাটে
বিআরটিএ তে দুদকের অ’ভিযান
।
অনিয়ম, দালাল অধ্যুষিত বাগেরহাট বিআর
টি এ কার্যলয়ে দুদক অভিযান পরিচালনা করেছে। সেবা গ্রহীতাদের
হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে দুদক বাগেরহাট সমন্বিত জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে বুধবার
দুপুরে এ অভিযান করে। অভিযানে বাগেরহাটে বিআরটি এ কার্যালয়ে
দালালদের উপস্থিতি, পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটি এ থেকে মোটর
সাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান, বিআরটিএ কর্মকর্তাদের সেবা
প্রদানের প্রতিশ্রæতিতে বিকাশ-নগদের মাধ্যমে মুঠোফোনে
অনৈতিক আর্থিক লেনদেনের প্রমান পেয়েছেন বলে জানান দুদক
কর্মকর্তারা। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য নেওয়া পরীক্ষার একই
হাতের লেখা সম্বলিত একাধিক খাতা পাওয়া যায়। এই পরীক্ষায় ২০ নস্বরের
মধ্যে ১২ পেলে পাশ করার কথা থাকলেও, অনেক খাতায় ৮/ ৯ নম্বর পেলে তাকে
৩ / ৪ নম্বর যোগ করে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমন প্রমান পাওয়া যায়।
বিআরটিএ কার্যালয়ে অভিযানে প্রাপ্ত তথ্য পরবর্তী আইনগত ব্যবস্থা
গ্রহনের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান
দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান। তিনি বলেন, সেবা
গ্রহিতাদের হয়রানি, সেবার বিনিময়ে অনৈতিকভাবে টাকা গ্রহনসহ
নানা অভিযোগে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। আমরা
বেশকিছু অনিয়মের সত্যতা পেয়েছি। প্রাপ্ত অনিয়মের তথ্য পরবর্তী
ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে
নির্দেশনা পাওয়া যাবে সে অনুযায়ী পরবর্ত্তি ব্যবস্থা নেওয়া হবে বলে
জানান এই কর্মকর্তা#