বাগেরহাটে দোকানে শিশুকেধর্ষণ চেষ্টা. লম্পট দোকানদার গ্রেফতার।উত্তাল

বাগেরহাটে দোকানে শিশুকে
ধর্ষণ চেষ্টা. লম্পট দোকানদার গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকায় একটি গ্রাম্য
দোকানে ফাকা পেয়ে চকোলেটের প্রলোভন দিয়ে ৫ বছর বয়সের এক
শিশুকে ধর্ষন চেষ্টা করে দোকানদার। এ অভিযোগ পেয়ে ফকিরহাট থানা
পুলিশ বুধবার সকারে দোকানদার আফজাল শেখ (৬০) কে আটক করেছে।
আটক আফজাল শেখ পাইকপাড়া গ্রামের মৃত সাকায়েত শেখের ছেলে।
ভিকটিম শিশু মেয়েটি একই এলাকার। ঘটনা বিষয়ে ভিকটিম পরিবার ও
স্থানীয়রা জানান, শিশুটি মঙ্গলবার বিকেলে ওই দোকানে গেলে দোকানদার
আফজাল হোসেন ফাঁকা পেয়ে শিশুটিকে চকোলেট দিয়ে ধর্ষনের চেষ্টা
করে। শিশুটি কোন কিছু না বুঝে কাঁদতে কাঁদতে মায়ের কাছে
ছুটে যায় এবং ঘটনা বলে। পরে বিষয়টি জানাজানি হলে ফকিরহাট
থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগ পেয়ে থানা পুলিশ আফজাল কে
আটক ও শিশুটিকে বুধবার সকালে থানা হেফাজতে নিয়েছে। এ
বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোঃ
সালাউদ্দিন জানান, অভিযোগ পেয়ে ফকিরহাট থানা পুলিশ দোকানদার
আফজাল কে ও শিশুটিকে থানা হেফাজতে নিয়ে যায়। পরে এ ঘটনায় নারী
ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।#