বাগেরহাটে প্রাইমারী স্কুলের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে
উদ্ভুদ্ধকরনের লক্ষে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার
বিভিন্ন প্রাইমারী স্কুলের ৫০ জন শিক্ষকদের সমন্বয়ে সরকারী ছুটির
দিনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালাটি আয়োজন
করেন উপজেলা প্রাইমারী শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার।
অন্তবর্ত্তিকালীন সরকার সময়ে ব্যতিক্রমধর্মী এ কর্মশালায় শিক্ষকদের
পেশাগত সন্তষ্টি অর্জনে বিভিণœ স্বনামধন্য শিক্ষকগনের উদাহরনের
পাশাপাশি শিক্ষক মান, প্রাথমিক স্তর শেষে শিক্ষার্থীর ন্যুনতম মান, শিশু
কেন্দ্রীক শিখন, আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, বিবেকবান শিক্ষকের
আত্ম জিজ্ঞাসা, শিক্ষার্থীর আচারন বিশ্লেষন(এবিসি মডেল),
মনোসামাজিকভাবে ভালো থাকার কৌশল, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শিক্ষক
স্থায়ীকরনের কৌশল ও মুল্যায়ন কৌশল বিষয়ে প্রানবন্তভাবে প্রশিক্ষক
হিসাবে উপস্থাপন করেন শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার।
কর্মশালাশেষে উপস্থিত শিক্ষকগন পরবর্ত্তি করনীয় ও বাস্তবায়ন বিষয়ে
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি অঙ্গীকারনামা
দাখিল করেন। কোন সম্মানীভাতা ব্যাতিত এ কর্মশালায় স্বতস্ফুর্তভাবে
অংশ নেন সহকারী শিক্ষকগন।#