
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ভারি বৃষ্টির মধ্যে বজ্রপাতে আক্কাস শিকদার (৬০) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কাচনা উত্তর পাড়া গ্রামের নিজ মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে আক্কাস শিকদার তার মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি সেখানেই বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। রাতে স্থানীয়রা ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। নিহত আক্কাস শিকদার ওই গ্রামের মৃত মোজাম শিকদারের ছেলে। মোল্লাহাট থানার ওসি মোঃ ফজলুল হক বলেন, “নিজের ঘেরে বজ্রপাতে কৃষক আক্কাস শিকদার মারা গেছেন। এটি সম্পূর্ণ প্রাকৃতিক দুর্ঘটনা। নিহতের পরিবার তার দাফন সম্পন্ন করেছে।#az