বাগেরহাটে কতিথ বানিজ্য মেলা বন্ধের
দাবীতে ব্যবসায়ীদের মানব বন্ধন
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট শহরের পৌর পার্কে কতিথ বানিজ্য মেলা না করা দাবীতে
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে ব্যাবসায়ীরা। বৃহস্পতিবার
বেলা ১১ টার দিকে বাগেরহাট প্রেসক্লাব সম্মুখে রাস্তায় স্থানীয়
ব্যবসায়ী সমিতির নেতারা মেলা বন্ধের দাবিতে মানববন্ধন চলাকালীন
বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা জানান , এই মেলার কারণে তাদের নিয়মিত
ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে। মেলায় স্থানীয় ব্যবসায়ীদের সুযোগ না
দিয়ে ভ্রাম্যমাণ ও বহিরাগত ব্যবসায়ীদের সুযোগ দেয়া হবে। ফলে
ছোট এ শহরের স্থানীয় দোকানগুলোর বিক্রয় হ্রাস পাবে বলে তারা আশঙ্কা
প্রকাশ করেছেন। এ ছাড়া মেলায় র্যাফেল ড্র বা লটারীর নামে এক ধরনের
জুয়ার আসর চালানো হবে বলে ইতোমধ্যে প্রচার পেয়েছে। এতে চুরি-
ডাকাতি বৃদ্ধিসহ আইন-শৃংখলার আরো অবনতি হতে পারে। ব্যবসায়ী
সমিতির নেতারা আরো জানান, “প্রতি বছর এই মেলার কারণে আমাদের
ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েন। কর্তৃপক্ষের
উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা তাদের দাবী নিয়ে জেলা প্রশাসনের কাছে
স্মারকলিপি প্রদান করেন।#