বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি

বাগেরহাটে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর থানা মোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংঙ্গিত বাজিয়ে পতাকা উত্তোলন করা হয়।
এসময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক এম এ সালাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাদিউজ্জামান হীরু, মিনা মারুফুজ্জামান রনি, হীরক মিনা সহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে এমএ সালাম বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা সঠিকভাবে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। এবার দলীয় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসের সাথে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। সেই আমরা জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।