বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
Notice :

বাগেরহাটে বিপুল পরিমাণ জাল টাকা সরঞ্জামসহ বসায়ীকে আটক

বাগেরহাট প্রতিনিধিঃ / ৩৫০ বার
আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

বাগেরহাটে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জাম সহ মোঃ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।”

শুক্রবার (১৫মার্চ) বিকাল ৫ টার দিকে বাগেরহাট পৌরসভার দশানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১৬ লক্ষ জাল টাকা, টাকা তৈরীর পেপার, ডায়েস ও রংসহ টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ফয়সাল গত চার মাস ধরে দশানি এলাকার একটি ছয়তলা ভবনে ভাড়া থেকে জাল টাকা তৈরী ও ব্যবসা পরিচালনা করছিলেন। সে বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের মহিউদ্দিন শেখ এর ছেল। ঈদকে সামনে রেখে তিনি এই জাল টাকা তৈরি করছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, ঈদকে সামনে রেখে বিপুল পরিমান জাল টাকা তৈরী ও মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দশানী এলাকার যদুনাথ স্কুল এন্ড কলেজের সামনে একটি ছয় তলা বিল্ডিংয়ে অভিযান চালানো হয়।

এসময় ১৬ লক্ষ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।”rp,bn


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর