বাগেরহাটে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন।উত্তাল

বাগেরহাটে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন।
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো আজ বাগেরহাটে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন করা হয়। এই উপলক্ষে আজ ২০ অক্টোবর ( সোমবার) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন , জেলা পরিসংখ্যান কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী এ অনুষ্ঠানে অংশ নেন। সভায় বক্তারা বস্তুনিষ্ঠ , সঠিক তথ্য সমৃদ্ধ ও আধুনিক যুগোপযোগী পরিসংখ্যান এর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। সভার প্রারম্ভে জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসিউল ইসলাম পরিসংখ্যান বিষয়ে বিস্তারিত কার্যক্রমের উপর তথ্যবিবরণী ও একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন।
এর আগে একটি রেলী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের অফিসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে এর আয়োজন করে।sk
