মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবস – ২০২৫ উদযাপন।

বাগেরহাট প্রতিনিধি: / ৮ বার
আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

“ডোন্ট মিস এ বিট, প্রতিটি হৃদস্পন্দনই জীবন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ২৯ সেপ্টেম্বর (সোমবার) পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এরই অংশ হিসেবে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আয়োজনে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের হল রুমে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ মাহবুব আলম এতে প্রধান অতিথি ছিলেন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধাক ডাঃ অসীম কুমার সমদ্দার এর সভাপতিত্বে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক ডাঃ মোশাররফ হোসেন, ড্যাব এর আহবায়ক ডাঃ এস এম লুৎফুল কবির, ডাঃ শেখ আদনান হোসেন, ডাঃ রিয়াদুজ জামান, ডাঃ ফিরোজ সেখ, ডাঃ ইসকান্দার আলমসহ অন্যন্ন চিকিৎসক, বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী, সেবিকাসহ বিভিন্ন পেশাজীবিরা এতে অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বাগেরহাট হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া আগামীতে ২৫০ শয্যা হাসপাতালে হার্টের চিকিৎসা সচল রাখতে চিকিৎসকসহ পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধের সুব্যবস্থা কিভাবে করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভায় হার্ট এর ঝুঁকি ও সুরক্ষা, চিকিৎসা ও সুস্থতার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন কন্সালটেন্ট ডাঃ উপানন্দ রায় এর উপস্থাপনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন। শিওর কেয়ার ফাউন্ডেশন, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বেক্সিমকো ফার্মা লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর