বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে মটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত

বাগেরহাট প্রতিনিধি: / ৪৮ বার
আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাগেরহাটের মোল্লাহাটে মটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী ও একজন মটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় মটরসাইকেলে থাকা একজন আরোহী আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাটের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাদ বৈদ্য’র ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুর শিকদার বাড়ীর মৃত দুলাল শিকদারের ছেলে মো: সাইদুল ইসলাম (৩০)। এসময় আহত হয়েছেন চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায়, সোমবার (২৮ জুলাই) মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৎস্যচাষী পথচারী রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে দুই মটরসাইকেল আরোহীসহ পথচারী রাজেশ্বর বৈদ্য সড়কে পড়ে যায়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটানাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মটরসাইকেল আরোহী মো: সাইদুল ইসলামকে মৃত বলে ঘোষনা করেন। এসময় পথচারী রাজেশ্বর বৈদ্যকে উন্নত চিকিৎসাার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ্যাম্বুলেন্সযোগে খুলনা যাওয়ার পথে রাজেশ্বর বৈদ্য মারা যান। এদিকে দুর্ঘটনায় আহত অপর মটরসাইকেল আরোহী মাহবুব হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত মটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মটরসাইকেল আরোহী দুজন পৃথক দুটি কোম্পানীতে কর্মরত ছিলেন। তারা দুজনই বরিশাল থাকতেন। এদিন তারা বরিশাল থেকে মটরসাইকেলযোগে খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে দুজনের মধ্যে কে মটরসাইকেল চালাচ্ছিল তা এখনো জানা যায়নি। #



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর