বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী

আসন্ন জাতীয় সংসদ পিআর পদ্ধতিতে করা, জুলাই সনদ বাস্তবায়ন করাসহ পাঁচ
দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে করা, জুলাই সনদ বাস্তবায়ন করাসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী। বুধবার সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট আদালতের সামনের মহাসড়কে দলের নেতাকর্মীরা জড়ো হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
বক্তারা বলেন, সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা বাস্তবায়ন করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে ওই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের জুলুম-নির্যাতন, গুম-খুনের বিচার সহ জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং তাতে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ ও জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস প্রমূখ।
