রবিবার, ০৪ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
Notice :

বাগেরহাটে মৎস্যখামারে উৎপাদন বৃদ্ধির লক্ষে অবহিত করণ সভা

বাগেরহাট প্রতিনিধি: / ১০ বার
আপডেট সময় : রবিবার, ০৪ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন



সরকারি মৎস্য খামারে স¶মতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে বাগেরহাটে অবহিত
করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) সকালে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োাজনে চিংড়ি গবেষণা
কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ৬০ জন চাষি,
হ্যাচারি মালিক, ও উদ্যোক্তারা অংশগ্রহণ করে।
এ সময় চাষিরা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে রেনু পোনা উৎপাদন করে
চাষিদের কাছে পৌঁছানোর দাবি জানানো হয়।
বছরের পর বছর ধরে বাগেরহাটের প্রায় অর্ধশত গলদা চিংড়ির হ্যাচারি বন্ধ হয়ে
যাওয়ায় হাজার হাজার চিংড়ি চাষি বিপাকে পড়েছেন। এ কারণে কাক্সিখত পোনা না
পাওযায় চাষিরা সর্ব¯^ান্ত হওয়ার পথে। ঘেরে মোটা অংকের টাকা খরচ করেও ভালো
মানের পোনা না পাওয়ায় চিংড়ি উৎপাদন কমে গেছে বলে দাবি করেছে চাষিরা।
মৎস্য কর্মকর্তারা বলছেন, এই প্রোটিনের মাত্রা ৩০ শতাংশের উপরে হওয়া
দরকার। সুতরাং খাবারের মান ভালো না হওয়ায় চিংড়ি বাড়ন্ত ও কমে যায়। এ
ব্যাপারে সবাই এবং কোম্পানিতে মনিটরিং করার দাবি জানানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান
অতিথি ছিলেন খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পরিচালক মোঃ মনিরুল
ইসলাম, খুলনা সিনিয়র সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস প্রমুখ।rh


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক ক্লিকে বিভাগের খবর