রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি।দৈনিক উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ৫৩ বার
আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাদ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল, কৃষক দলের সাবেক নেতা আওসুদৌলা জুয়েল জেলা জেলা ছাত্রদলের ছাত্রনেতা শেখ আল মামুনসহ প্রমূখ ।

যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ বলেন,আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করতেন, তখন তিনি সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ এসব গাছ রাস্তার দুই পাশে ও খালের ধারে রোপণ করতেন। তাঁর সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই রাষ্ট্র পরিচালনা করেছেন, তখনই এই বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানও বৃক্ষরোপণের গুরুত্বের ওপর সবসময় গুরুত্ব আরোপ করেছেন।

আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করছি। পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সকল জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারাও বৃক্ষরোপণে এগিয়ে আসুন।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম বলেন, জুলাই-আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা রোগাক্রান্ত হয়ে হাসপাতালে বা অন্যত্র চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্য কামনা করছি।rj


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর