বাগেরহাটে শহীদ আলিফের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

বাগেরহাট, ৫ আগস্ট ২০২৫ – জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বাগেরহাট জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাশবাড়িয়া কাশিমপুর গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় পুলিশের ব্যান্ড দলের বিউগলের সুরে পুরো পরিবেশে এক শোকাবহ আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শহীদ আলিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ আলিফ আহমেদ সিয়াম ঢাকা ডেইরি ফার্ম হাইস্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মা তানিয়া আক্তার একজন স্কুলশিক্ষিকা এবং বাবা মো. বুলবুল কবীর ব্যবসায়ী। আলিফের স্বপ্ন ছিল পাইলট হয়ে বিশ্ব ভ্রমণ ও নিজ হাতে বিমান চালিয়ে পরিবারকে নিয়ে পবিত্র হজ পালন করা।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫ সালের “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে ২০২৪ সালের জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।