বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ও রাড়িপাড়া ইউনিয়নজুড়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন "শান্তিচক্রের" বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার ( ১৮ আগস্ট) সকালে এ দুইটি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি স্কুল, মসজিদ, মন্দির এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মোট ২০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ উদ্যোগে এলাকার শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যরা। প্রতিষ্ঠাতা সদস্য আবু সাঈদ জানান , জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে শান্তি চক্র এই কার্যক্রম হাতে নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শান্তি চক্রের প্রতিষ্ঠাতা কালীন সদস্য আবু সাঈদ, এসএম সাব্বির, রমজান মোল্লা আকাশ,নাকির শিকদার, আল ইমরান,এনামুল আহসান কাজল, ওমর ফারূক সহ আন্যরা
শান্তি চক্রের সদস্যরা বলেন, “গাছ আমাদের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। তাই আমরা শুধুমাত্র ফলজ গাছ রোপণ করেছি, যাতে ভবিষ্যতে মানুষের খাদ্য চাহিদাও মেটানো যায়। আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে প্রতিটি গ্রামে অন্তত এক হাজার করে গাছ রোপণ করা।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা সংগঠনের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, যুব সমাজ যদি এভাবে সামাজিক ও পরিবেশবান্ধব কাজে এগিয়ে আসে, তবে গ্রামাঞ্চল আরও উন্নত ও সচেতন হবে।
কর্মসূচির মাধ্যমে শান্তি চক্র তাদের সামাজিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তারা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।