বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি: / ৩৪ বার
আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় হাড়িখালি এলাকায় দুর্বৃত্তরা হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, নিহতের খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর