বাগেরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ২৮ নং মূলঘর শেখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ বিতরন করা হয়। পরে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা সম্মিলিতভাবে অত্র প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন।
আর্ড এন্ড লিভ এর অর্থায়নে অত্র প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় কো- অর্ডিনেটর সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল হক রাহাদ। এ সময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মুহিবুল্লাহ আজাদ, স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমান, বরকত আলী, বনি আমিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লিপিকা শিকদার, আর্ন এন্ড লিভ খুলনা বিভাগীয় সহ-সভাপতি ওবায়দুল্লাহ, মনজুর খন্দকার, প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। কারণ, একেকটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। শুধু গাছ লাগালেই চলবে না, এর যত্নও নিতে হবে- যাতে গাছগুলো বেঁচে থাকে।
বক্তারা আরো বলেন, আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি ২০১৫ সাল থেকে প্রতিবন্ধী, দুস্থ, অসহায়দের নিয়ে কাজ করে আসছে। এছাড়া পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তিনি সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন। তারাই ধারাবাহিকতায় বাগেরহাটে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে গাছ। আগামীতেও এ প্রকল্পের কাজ চলমান থাকবে বলে জানান বক্তারা।