বাগেরহাট জেলা পরিষদ ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলার ৯টি উপজেলার মোট ৬০০ জন মাধ্যমিক স্তরের গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণের প্রথম দিনে সহায়ক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বুয়েট এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মতিনুর রহমান, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (অব.)-এর অধ্যাপক ফারজানা আলম এবং ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলোংগী।
প্রশিক্ষণের লক্ষ্য ছিল শিক্ষকদের পাঠদানের মানোন্নয়ন, আধুনিক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির কৌশল তুলে ধরা।
সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির, একই বিভাগের অধ্যাপক ও চেয়ারপার্সন ড. তাজিন আজিজ চৌধুরী, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিপিএ) মো. রফিকুল ইসলাম এবং জেলা পরিষদ বাগেরহাটের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ।
জেলা পরিষদ বাগেরহাট ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি জেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।