বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিটি গঠিত।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকালে শহরে রেল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদ রশিদীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এম এ ওয়াদুদ, অর্থ সম্পাদক তানভীর সোহেল, ক্রিয়া সম্পাদক ,মাহবুব রহমান বাদল, সদস্য আবুল কালাম আসাদসহ
সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ লক্ষ্যে সভায় গঠনতন্ত্র অনুযায়ী দুই সদস্য বিশিষ্ট একটি বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।