বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা শুক্রবার (৪ জুলাই) শহরের রেল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের এবং ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর সোহেলের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর শেখ কার্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় প্রেসক্লাব সভাপতি মাসুম হাওলাদার বলেন, আমাদের সকল সদস্যদের লেখনী শক্তি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
সভায় ক্লাবের ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, ঐক্য এবং সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। tn