কারাগারে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযান শুরু
ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট জেলা কারাগারে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কারাগারের ভেতর ও বাইরের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কারাগারের অভ্যন্তরে বন্দিদের মাধ্যমে এবং বাহিরের অংশে জেল সুপার মো. মোস্তফা কামাল, জেলার খোন্দকার মো. আল মামুন, ডেপুটি জেলার মো. মফিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০ জন কারা স্টাফ এবং বাগেরহাট পৌরসভার যৌথ অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়।
জেলার খোন্দকার মো. আল মামুন জানান, আজকের কার্যক্রমের পাশাপাশি আগামী দুই দিন মশা নিধন অভিযান চলবে। পরবর্তীতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে যাতে ডেঙ্গুর সংক্রমণ থেকে বন্দি ও কারা স্টাফদের রক্ষা করা যায়।
মশার বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।##