বাগেরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় চোরাইকৃত নীল রংয়ের ISUZU কোম্পানীর পিকআপ এবং ছয় লক্ষ টাকার খরিদকৃত মালামালসহ ১ জন গ্রেফতার
বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ নির্দেশনায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও নিজস্ব গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে বুধবার ( ৬আগস্ট) বিকালে গোপালগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড ঘোনাপাড়াস্থ পীচ ঢালাই মিক্সার পাওয়ার প্লান্ট সংলগ্ন খুলনা টু ঢাকাগামী মহাসড়কের উপর পাকা রাস্তার পশ্চিম পার্শ্ব হতে চোরাইকৃত পিকআপটি উদ্ধারসহ আসামী মোঃ আলিফ হাসান তাসিন পিতাঃ মামুন মিয়া, গ্রাম-রায়নন্দা, এ/পি-কান্দানিয়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর-কে গ্রেফতার করা হয়।এ ঘটনা বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত অব্যাহত আছে।