হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে
বাগেরহাটে বিক্ষোভ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত
আব্দুল্লাহ ও তার গাড়িতে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ
মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দশানী ট্রাফিক মোড়ে শেষ
হয়। পরে দশানী ট্রাফিক মোড়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা সমাবেশ অনুষ্ঠিত
হয়।
এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রতিনিধি
জাহিদ হাসান (পলাশ), মুহাম্মদ শফিউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বাগেরহাট জেলা শাখার আহবায়ক এস এম সাদ্দাম, এস এম মোর্শেদ সোহেল,
নাজমুল হুদা, মীর সাব্বির, এস কে বাদশা,নাসমুস সাকিব প্রমুখ। এ সময়
মিছিলে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার
বিভিন্ন পর্যায়ের প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও
হামলায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তোলেন।
পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান বিক্ষোভ কারীরা।#al