বাগেরহাট জেলা প্রশাসকের ব্যক্তিগত মোবাইল ও ই-মেইল হ্যাক, সতর্ক থাকার আহ্বান

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের ব্যক্তিগত মোবাইল নাম্বার, ই-মেইল (জিমেইল) আইডি এবং তার মোবাইলে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার অ্যাপ হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা প্রশাসক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫২৯, তারিখ ১০/০৮/২০২৫) করা হয়েছে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হ্যাক হওয়া উক্ত মোবাইল নাম্বার, ই-মেইল আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ থেকে কেউ বার্তা বা ভয়েস কল পাঠিয়ে আর্থিক লেনদেন বা অনৈতিক কার্যক্রমে জড়ানোর চেষ্টা করতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার এবং এ ধরনের যোগাযোগ উপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সবাইকে অনুরোধ করেছেন, তার নামে বা তার ব্যবহৃত যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত কোনো বার্তার ভিত্তিতে যেন কেউ আর্থিক বা ব্যক্তিগত তথ্য প্রদান না করেন এবং প্রয়োজন হলে সরাসরি জেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করতে।