
বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে’র নব-নির্মিত ৫ তলা ভবন হস্তান্তর ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন ও নির্মিত ভবনের হস্থান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন হস্তান্তর করেন বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার। টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনার আঞ্চলিক পরিদর্শক সুসান্ত কুমার সাহাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার বলেন, গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৬৪ টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতাবৃদ্ধি প্রকল্পের আওতায় ১০ কোটি ৩১ লাখ টাকায় সুফিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মান কাজ করেন।#az