সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাট নাগ‌রিক নেতা‌দের সাথে সংলাপ অনুষ্ঠিত।উত্তাল

বাগেরহাট প্রতিনিধঃ / ৫ বার
আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটে সদর উপজেলা প্রশাসন ও নাগ‌রিক ফোরা‌মের নেতা‌দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (৭ ডিসেম্বর ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সভাকক্ষে  “সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও আমাদের করণীয়” শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট । প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) । উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাাদিক ইসরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, সন্তোষ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিসার মোঃ জাহিদুল ইসলাম, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা, জাহাঙ্গীর আলম আকন ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার হুই উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাদিরা আকরাম,

অনুষ্ঠানে ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি কোহিনুর বেগম বলেন-সরকারের সেবা সমুহে গতিশীল করার লক্ষে স্বচ্ছতা জবাবদিহিতা ও মর্যাদা সুনিশ্চিত করে সমাজের প্রান্তিক মানুষেরা অনগ্রসর  অতি দরিদ্র, দুর্যোগ কবলিত ও দুর্গম জনপদের মানুষ, প্রতিবন্ধী, বিধবা,সহিংসতার শিকার নারী, লিঙ্গীয় বৈচিত্রের মানুষদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেশী করে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কিন্তু দারিদ্র, যোগাযোগের অভাব, তথ্যের অভাব, পক্ষপাতিত্বমূলক আচরণ বা রাজনৈতিক বিরোধের মতো বিভিন্ন কারণে অনেক সময় তাঁরা তাদের অধিকার থেকে বাঞ্ছিত হয়। তাই এর প্রতিকারে প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সরকারি কর্মকর্তাদের জোরালো ভূমিকা রাখা প্রয়োজন । তাই প্রশাসনের সাথে নাগরিকদের এ ধরণের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়র নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার লক্ষ্যে এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে উদয়ন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।#rj


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর