বাগেরহাট বাস মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা।উত্তাল

বাগেরহাট বাস মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট আন্তঃজেলা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির
ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২জুলাই) বাস মালিক সমিতির কার্যালয় হলরুমে নির্বাচন পরিচালনা
কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন
পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম ।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃ শেখ শহিদুল ইসলাম (নিপ্পন)
এবং সাইফুল মিনা, আহবায়ক সরদার লিয়াকত আলী, সদস্য সচিব ফকির শহিদুল ইসলামসহ আহ্বাক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী আগামী ২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির
প্রধান কার্য্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাগেরহাট আন্তঃজেলা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির
১৩টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এ বারের মোট ভোটার সংখ্যা
১৬৫জন।
তফসিল অনুযায়ী আগামী ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৪
জুলাই ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, আপত্তি নিষ্পত্তি এবং ১৫জুলাই চূড়ান্ত
ভোটার তালিকা প্রকাশ। ১৬ বিকাল ৪টা থেকে রাত ৮টা পযন্ত ও ১৭ জুলাই সকাল
৯টা থেকে দুপুর ১২ পযন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিক্রয় করা
হবে। ১৭ জুলাই বিকাল ৩টা থেকে রাত ৮টা পযন্ত মনোনয়ন পত্র জমা। ১৮ জুলাই
বিকাল ৪টা থেকে রাত ৮টা পযন্ত মনোনয়ন পত্র বাছাই। ১৯ জুলাই সকাল ১০টা
থেকে বিকাল ৪টা পযন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার। ১৯ জুলাই বিকাল ৫টা প্রতীক
বরাদ্দ। ২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাট আন্তঃজেলা
জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে
নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।#