
বাগেরহাট পৌরশহরের বনিকপট্রি (কাপুড়ে পাট্রি) এলাকার ঐতিহ্যবাহী গাজী সাহেবের দরগাহ’র বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় দরগা’র খাদেম, ভক্ত ও অনুসারীদের সমন্বয়ে মঙ্গলবার দিন ব্যাপী এ ওরস মাহফিলে দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতারন করা হয়। গাজী সাহেবের রুহের মাগফেরাত কামনা ও তার ভক্ত অনুসারীদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল ইসলাম। এ সময় মরহুম গাজী সাহেবের প্রতিষ্ঠা করা মসজিদের ইমাম মাওলানা মোঃ সোহাগ হোসেন, দরগাহর প্রধান খাদেম মোঃ জামাল হাওলাদারসহ মুরিদ মোশারেফ হাওলাদার,বিপুল চৌধুরী আব্দুস সালাম খান প্রমুখ। এ ওরস বিষয়ে গাজীর দরগা’র প্রধান খাদেম মোঃ জামাল হাওলাদার বলেন, বাগেরহাট জেলা শহরের বনিকপট্রির মধ্যে দীর্ঘ বছর আগে থেকে গাজী সাহেব তার অনুসারীদের নিয়ে আস্তানা করে ধর্মীয় কর্মকাজ করতেন। তিনি নিজেই এখানে একটি মসজিদ তৈরী করেন এবং ভক্ত অনুসারীদের জন্য বিশ্রামাগার করেন। তার মৃত্যুর পর এটাকে গাজীর দরগা’র হিসাবে স্বীকৃতি প্রদানসহ সরকারী খাস জমির আওতাভুক্ত করা হয়। প্রতি বছর বাংলা ২৪ শে অগ্রাহয়ন গাজী সাহেবের এ দরগায় ওরস পালন করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে গাজী সাহেবের ভক্তরা ওরসে আসেন। অথচ স্থানীয় একটি ভুমিদস্যুচক্র গাজীর দরগার আওতাধীন সরকারী খাস জমি জালিয়াতী করে ভোগদখলের চেষ্টা করছে। ।#az