বাবরি মসজিদ’র ভিত্তিপ্রস্তর স্থাপন, ঘটনাস্থলে জনজোয়ার
‘মানুষের ঢল এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলে পৌঁছেতে প্রায় সাত-আট কিলোমিটার হেঁটে আসতে হয়েছে উৎসুক মানুষের। প্রধান সড়কে এ সময় অনেককে মসজিদ নির্মাণের জন্য মাথায় ইট নিয়েও আসতে দেখা যায়।’
পূর্ব ঘোষণা মতোই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় স্থাপিত হলো নতুন ‘বাবরি মসজিদ’। শনিবার অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদটি ধ্বংস করে উগ্র হিন্দুত্ববাদীরা। আদালত গড়িয়ে অবশেষে সেই দিনটিতেই ‘বাবরি মসজিদ’ নামে নতুন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো।”
স্থানীয় সময় শনিবার দুপুরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘বাবরি মসজিদ’র ভিত্তিপ্রস্তর সম্পন্ন হয়। এ সময় ঘটনাস্থলে সৃষ্টি হয় ব্যাপক জনজোয়ার।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন বেলা ১১টার পরই বেলডাঙার বড়–য়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। বেলা গড়াতেই রাস্তার কলকাতামুখী লেনে পর পর দাঁড়িয়ে পড়ে গাড়িগুলো। শিলিগুড়িমুখী লেনেও যানজট ছিল, তবে কিছুটা কম এবং ঘটনাস্থলে উৎসবমুখর এই জনজোয়ার ছিল প্রায় সন্ধ্যা পর্যন্ত।
সংবাদমাধ্যমগুলো জানায়, মানুষের ঢল এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলে পৌঁছেতে প্রায় সাত-আট কিলোমিটার হেঁটে আসতে হয়েছে উৎসুক মানুষের। প্রধান সড়কে এ সময় অনেককে মসজিদ নির্মাণের জন্য মাথায় ইট নিয়েও আসতে দেখা যায়।”
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিধায়ক হুমায়ুন কবির বলেন, ক্রমেই মুসলিম প্রার্থী কমিয়ে দিচ্ছে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের জেতান।’ মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি আরো বলেন, ‘২০১১ সালে তৃণমূলের ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন। ২০১৬-তে সেটা কমিয়ে ৫৭ জন করা হয়। আর ২০২১ সালে সেটা আরো নামিয়ে ৪৪ জন করা হয়েছে।’ এমন পরিস্থিতিতে তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর তিনি নিজের নতুন দল ঘোষণা করবেন। আগামী বিধানসভা নির্বাচনে তিনি ৯০টি আসনে সংখ্যালঘু প্রার্থীদের দাঁড় করাবেন।
এর আগে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে আইনি কোনো বাধা ছিল না।#smk












