বাসের ধাক্কায়প্রান গেল পথচারীর
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় প্রান হারিয়েছেন মোঃ আফসার শেখ(৭০) নামের একজন পথচারী বৃদ্ধ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুলকাঠির ওই সড়কের সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসার শেখ ওই এলাকার মৃত মো. রমেজ শেখের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আফসার শেখ চুলকাঠি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। ওই সময়ে মহাসড়ক পার হতে গেলে মোংলা থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কাটাখালী হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।#az











