
বাগেরহাটে খান জাহান আলী মাজার মোড় এলাকায় বাসের চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মাজার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা গামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে অজ্ঞাত ওই নারী নিহত হয়। নারীর বয়স আনুমানিক ৭০ বছর। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মরগে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।'বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল-হাসান জানান, ঘটনার পরেই বাস চালক ও সহযোগী পালিয়েছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে রয়েছে।.SM