রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া

রিপোর্টারের নাম / ৩৯ বার
আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীসহ দেশের সব মসজিদে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।”দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।এর মধ্যে রাজধানীর নয়াপল্টনে একটি মসজিদে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা।

দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হন।

তিনি আরও বলেন, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

রাজধানীসহ সারাদেশে অনুষ্ঠিত দোয়ায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ অংশ নেন। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে চিঠি জারি করা হয়।

ওই চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তার আশু রোগমুক্তি কামনা করে দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।” চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় তার আশু রোগমুক্তি কামনা করে আগামী ৫ ডিসেম্বর শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরও নির্দেশ পাঠানো হয়।’#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর