
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বিশেষ অভিযানে পিকআপভর্তি প্রায় ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের রামপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।"
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন খান জানান, এনএসআই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ভোলার চরফ্যাশনের সাম্রাজ ঘাট থেকে ঢাকা মেট্রো ড-১৪-৮৯০০ নম্বরের একটি পিকআপ ভ্যানে করে ১৫০ কার্টুন জাটকা ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। দুপুর ২টার দিকে রওনা দেওয়া গাড়িটি রাত ৯টার দিকে রামপট্টি এলাকায় পৌঁছালে গোয়েন্দা সদস্যরা এটি থামিয়ে তল্লাশি চালান।
তল্লাশিতে পাওয়া যায়—গুঁড়ি চিংড়ির কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা জাটকা ইলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাছ ও পিকআপ ভ্যান জব্দের নির্দেশ দেন।”
জব্দ করা মাছ বাছাই করে বিভিন্ন সাইজের মোট ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে এগুলো স্থানীয় ৩৫টি মাদ্রাসা ও এতিমখানা, এবং আশপাশের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। অন্য মাছগুলো এবং পিকআপ ভ্যানটি পরিবহনের দায়িত্বে থাকা চালক গোলাম মোস্তফার (৫৫) জিম্মায় প্রদান করা হয়।
অভিযানকালে মৎস্য বিভাগ, এনএসআই সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বেশ কয়েকটি এতিমখানার প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলেন মৎস্য ব্যবসায়ী এই অবৈধ চালানের সঙ্গে জড়িত থাকতে পারে।”bl