বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

বিশ্ববিদ্যালয়ের ৯৬. একর জমি অধিগ্রহণের অনুমতি

এ,বি,.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: / ৩৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের পথে আরেক ধাপ এগোলো প্রকল্পটি। সদরের শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় মোট ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, “নওগাঁ সদর উপজেলার পৌর শহরসংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের প্রস্তাব আমরা অনেক আগেই পাঠিয়েছিলাম। সম্ভাব্যতা যাচাই শেষে শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবে সায় দিয়েছে।”

তিনি জানান, আপাতত ৯৬.৮১ একর জমি অধিগ্রহণের অনুমতি মিলেছে এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনা দ্রুতই শুরু হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনের খসড়া অনুমোদন দেয় তৎকালীন মন্ত্রিসভা। পরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ নামে বিলটি পাস হয়।

তবে চলতি বছরের ১৬ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় রাখে।

তবে বিল পাস হওয়ার দুই বছর পার হলেও এখনও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) থেকে শিক্ষার্থী ভর্তি, ক্লাস শুরু বা একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন মেলেনি। আপাতত প্রশাসনিক কার্যক্রম চলছে শহরের মডেল টাউন এলাকার একটি ভাড়া ভবন থেকে।

বিশ্ববিদ্যালয়টির জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে স্থায়ী ক্যাম্পাস গড়ার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর