বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ (বিকপ) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন থেকে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বাগেহাট জেলা শাখার আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ ওবায়দুল ইসলাম (শাহীন)সহ অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ওপর বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকবে না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন।
এসময় বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান। মানববন্ধনে বাগেরহাটের সকল কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।