ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, বৈষম্যমুক্ত দেশ গঠনের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি। আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, এর কোন বিকল্প নাই। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে সে বৈষম্য থেকেই যাবে। সকল ভোটারের মূল্যায়ন হবে না। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পি.আর. পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন, জেলায় চারটি আসন পুনর্বহাল ও ২০২৪ এর জুলাই-আগস্টে সকল গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বাগেরহাট রেল রোড চত্বরে গণ সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা।
অনুষ্ঠিত গণ সমাবেশে, প্রধান অতিথির বক্তেব্যে মুফতী ফয়জুল করীম আরো বলেন, এখনো রক্তের দাগ শুকায়নি, আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, শহীদদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, খুনিদের বিচার হয়নি অথচ একটি মহল ক্ষমতা গ্রহণের নেশায় মত্ত হয়ে নির্বাচন নির্বাচন করে জিকির করছে। ক্ষমতায় যাওয়ার আগেই হাট বাজার, বাস-স্টান্ড, লঞ্চ-ঘাট, সব দখলে নিয়ে যাচ্ছে। তাদের চাঁদাবাজীতে অতিষ্ঠ দেশের মানুষ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমার অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, ১৯৭১ সালের প্রথম বিজয় অর্জিত হয়েছে খুলনা বিভাগের যশোর জেলা থেকে। ইসলামের বিজয়ও খাজা খান জাহান আলীর পূণ্যভূমি বাগেরহাট থেকেই হবে। দেশে ইসলাম পন্থিদের যে গণ জোয়ার শুরু হয়েছে এটা কেউ আর থামাতে পারবে না।
অনুষ্ঠিত গণ সমাবেশে আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদাপ্রার্থী এবং কেন্দ্রীয় আইন উপদেষ্টা এ্যাডঃ শেখ আতিয়ার রহমান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিলুর রহমান, মোল্লা মুজিবর রহমান শামীম, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, মাওঃ ফারুক হোসাইন, সেক্রেটারী হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মুফতী নূরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর জেলা সভাপতি মাওঃ শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা গাজী, যুবনেতা মুফতী তরিকুল ইসলাম, ছাত্রনেতা এইচ এম মুহাম্মাদুল্লাহ এবং উপজেলার সভাপতি, সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি আগামী জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের হাতপাখার প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং পরিচয় করিয়ে দেন।
যুবনেতা এইচ এম ইসমাইল হোসেন এবং হাফেজ মাওলানা মাহবুবুর রহমান যৌথ ভাবে গন সমাবেশর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।