বৌয়ের সাথে বিরোধ, গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে সঞ্জয় কর্মকার(২৮) নামে গলায় রশি দিয়ে আত্মহত্যা করা
এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬জুলাই) বিকেলে সন্ন্যাসী বাজার সংলগ্ন আফজাল হোসেনের বাড়ীরর বাগান থেকে সঞ্জয় কর্মকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গত দিন থেকে নিখোঁজ ছিল। সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তালেবুল্লা শিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সঞ্জয় কর্মকার উপজেলার বানিয়াখালী গ্রামের নারায়ন কর্মকারের ছেলে। নিহতের বড় ভাই নরেশ কর্মকার সন্ন্যাসী বাজারে ব্যবসা করার সুবাদে বাজার সংলগ্ন আফজাল হোসেনের ভারাটিয়া বাড়ীতে ভাইয়ের সাথে বসবাস করত।
নিহতের ভাই নরেশ কর্মকার জানান, বৌয়ের সাথে বিরোধ ও স্বশুর বাড়ীর লোকজনের অব্যাহত মানুষিক চাপে বিষন্নতায় ভুগছিল সঞ্জয়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।##