মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

ভ্যাট অফিসে অসামাজিক কাজ ৯৯৯ নম্বরের ফোনে নারীসহ দুই লম্পট গ্রেফতার

বাগেরহাট : / ১১৩ বার
আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বাগেরহাট ভ্যাট অফিসে অসামাজিক কাজ

৯৯৯ নম্বরের ফোনে নারীসহ দুই লম্পট গ্রেফতার

বাগেরহাট জেলা শহরের ভ্যাট অফিসে রাতে নারী নিয়ে অসামাজিক 

কর্মকান্ডের ঘটনা ঘটেছে। ৯৯৯ নম্বরের ফোনে বাগেরহাট সদর মডেল 

থানা পুলিশ সোমবার ভোরে একজন নারী (৩৫) সহ দুই লম্পট কে 

গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোড়েলগঞ্জ উপজেলার বাদুরতলা 

গ্রামের আব্দুল ছাত্তার খানের ছেলে ভ্যাট অফিসের এমএলএস মোঃ সুমন 

হোসেন (২৬) ও বাগেরহাট শহরতলীর পচাদিঘির পাড় এলাকার ইউনুচ আলী 

সেখের ছেলে হাল আলিয়া মাদ্রাসা সড়কের ফখরুল ইসলাম বাবু (৪২) 

এবং ভিকটিম নারী সদর উপজেলার বিষ্ণুপুর চিরুলিয়া গ্রামের মৃত শেখ

মোহাম্মাদ আলীর মেয়ে মরিয়াম বেগম (৩৬)। স্থানীয়রা জানান, এ ঘটনা 

জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সরকারের ভ্যাট অফিসে এমন কর্মকাÐের নিন্দা জানিয়ে এ ঘটনায় 

জড়িত সকলের যথাযথ বিচারের দাবি জানান তারা। ঘটনা বিষয়ে 

অভিযান পরিচালনায় থাকা পুলিশ জানায় ফখরুল ইসলাম বাবু ওই নারীকে 

টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসে। ওই অফিসে রাতভর সুমন ও 

বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। পরে টাকা 

নিয়ে ওই নারীর সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি ও বাক-বিতÐা হলে 

স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারেন। এর আগে ওই নারী ৯৯৯ 

নম্বরে ফোন করে বিপদে পড়ার কথা জানান। পরবর্তীতে খবর দেওয়া হলে 

বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ উল- হাসান বলেন, 

‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা 

হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা 

হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর