মাছধরা ট্রলারসহ আটক ৩৪ ভারতীয় জেলেকে বাগেরহাট কারাগারে প্রেরন।উত্তাল

ফলো আপ
বাংলাদেশ জলসীমায় প্রবেশ
নৌবাহিনীর কতৃক মাছধরা ট্রলারসহ আটক ৩৪ জন
ভারতীয় জেলেকে বাগেরহাট কারাগারে প্রেরন
আজাদুল হক, বাগেরহাট।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ
শিকারকালে নৌবাহিনী কতৃক ২টি মাছধরা ট্রলার সহ আটক ৩৪
জন ভারতীয় জেলেকে বাগেরহাট কারাগারে প্রেরন করা হয়েছে। ট্রলারসহ
আটক জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মঙ্গলবার পৃথক ২টি মামলা দায়ের
করার পর বিকেলে তাদের বাগরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালতের
বিজ্ঞ বিচারক বিদেশী এ জেলেদের কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বুধবার সকালে জানান,
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত সোমবার রাতে মাছ শিকারকালে
সমুদ্রে কর্তব্যরত নৌবাহিনীর একটি জাহাজ মোংলা উপজেলাধীন
ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ধাওয়া করে ২টি ট্রলার সহ ৩৪ জন ভারতীয়
জেলেকে আটক করে। আইনী প্রক্রিয়া শেষে ২টি ট্রলার ও ৩৪ জন
জেলেকে মঙ্গলবার ভোর রাতে মোংলা থানায় সোপার্দ করে। এ ঘটনায়
২টি ট্রলারে আটক ভারতীয় জেলে সুব্রত মন্ডল, অজয় কুমার বৌদ্ব, পলাশ
দাশ, মনোরঞ্জন মন্ডল ও কালু বিশ্বাস সহ ৩৪ জেলের বিরুদ্ধে নৌ বাহিনী
বাদী হয়ে ২০২০ সালের অধ্যাদেশ আইনে সমুদ্র সিমানায় অবৈধ ভাবে
প্রবেশ করে মাছ শিকারের অপরাধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি আরো জানান, নৌবাহিনীর অভিযানে জেলেদের
ব্যবহৃত “এফবি ঝড়” ও “এফবি মঙ্গল চন্ডি-৩৮” নামের দুইটি ভারতীয়
ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দশ
হাজারের বেশি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। যা
মোংলা উপজেলা প্রসাশনের মাধ্যমে ১৫ লাখ ৫০ হাজার টাকা নিলাম
বিক্রি করা হয়েছে। আটক ভারতীয় জেলেদের বাড়ী ভারতের দক্ষিন-চব্বিশ
পরগোনা জেলার কাকদ্বীপের বিভিন্ন এলাকায়।#