বাগেরহাটের চিতলমারীতে মাছের
ঘের থেকে তরুনীর মৃতদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি মাছের ঘের থেকে অর্পিতা
সাহা (১৯) নামের এক তরুণীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বোয়ালিয়া ভ্যান স্ট্যান্ড সংলগ্ন
জনৈক পরিতোষ বালার একটি চিংড়ি ঘের থেকে তরুনীর মৃতদেহ উদ্ধার
করা হয়। নিহত অর্পিতা সাহা চিতলমারী বাজার এলাকার বাসিন্দা
আনন্দ সাহার মেয়ে। চিতলমারী থানার ওসি এস.এম. শাহাদাৎ হোসেন
জানান, অর্পিতা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পরিবারের
সদস্যদের বরাতে জানা যায়, সামবার সকাল থেকে সে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকালে স্থানীয়রা মাছের ঘেরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে
দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে
থানায় আনা হয়। প্রাথমিকভাবে এটি মৃগী রোগজনিত কারণে
পানিতে পড়ে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায়
একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ
জানতে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে।#