সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

মাদক-চাঁদাবাজমুক্ত সমাজ নির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

খুলনা: / ২১ বার
আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং-এই চারটি ভয়াবহ সামাজিক ব্যাধি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
গতকাল শনিবার সকালে দৌলতপুরে “সবার আগে খুলনা” আয়োজন এবং বকুলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত গণসচেতনতা র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। মাদক ও অপরাধ থেকে তাদের দূরে রাখা শুধু পরিবারের নয়, সমাজেরও দায়িত্ব। তিনি আরও বলেন, আজকের র‌্যালিতে অংশ নেওয়া তরুণ-তরুণীরাই ভবিষ্যতের নেতৃত্ব।” তাদের হাত ধরেই নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন দৌলতপুর গড়ে উঠবে। পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবেশ বেঁচে থাকলে ভবিষ্যৎ বাঁচবে। র‌্যালিতে দৌলতপুর থানার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকালে সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে সেইভ অ্যান্ড সেইফ মোড়ে এসে শেষ হয়। র‌্যালি উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।”আয়োজকরা জানান, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি রোধ, ইভটিজিং প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা তৈরিই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। র‌্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়, যা দৌলতপুর জুড়ে ব্যাপক সাড়া ফেলে। সমাবেশে বক্তারা শিক্ষার্থী-শিক্ষকসহ স্থানীয় জনগণকে অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর