সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

মানুষের জন্য সততার সঙ্গে কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ:ইলিয়াস কাঞ্চন

উত্তাল ডেস্ক: / ৩০৪ বার
আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)’- দেশ ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান, অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে নতুন এই রাজনৈতিক দলের জন্য সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।”

শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামের নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজের বক্তব্যে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, “৩২ বছর ধরে আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন ৩২ বছরেও বাস্তবায়ন করতে পারিনি।

তিনি আরও বলেন, “এই ৩২ বছরে আমি দেশে বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি এতে আমি এটা বুঝতে পেরেছি যে সরকারের সহযোগিতা ছাড়া, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

এসময় নিরাপদ সড়কের জন্য যে ৩২ বছর নিজের জীবন থেকে বের করেছেন এই সময়টা ব্যর্থ হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই। আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন।”d,tms


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর