বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

মিটফোর্ডের ঘটনায় আমরা লজ্জিত: জামায়াত আমির

উত্তাল ডেস্কঃ / ৭১ বার
আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

পুরান ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর ছুড়ে হত্যার ঘটনায় প্রতিরোধ গড়ে তুলতে না পারায় তারা লজ্জিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।

বর্তমানে বিদেশে অবস্থানরত জামায়াত আমির শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন।”

পোস্টে জামায়াতে ইসলামীর আমির লেখেন, ‘মিটফোর্ডের ঘটনা বিদেশে থাকা অবস্থায় জেনে সব ভাষা হারিয়ে ফেলেছি।

নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লেখেন, ‘এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!”

‘হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না— এ জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।’

এমন ঘটনার মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের আমির। পোস্টে লেখেন, ‘হে সমাজ, জেগে ওঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো— আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না। অতএব, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।’

DTM


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর