মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

মোংলায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ২৫১ বার
আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

মোংলায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ।

শুক্রবার( ৬ জুন) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ( ৬ জুন) শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বন ও পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শাপলা চত্বর মোড় সংলগ্ন মেসার্স হাসান স্টোরে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা সমমূল্যের ২৫০০ কেজি অবৈধ পলিথিন এবং আনুমানিক ১ কোটি ৭৫ লক্ষ টাকা সমমূল্যের ৫ লক্ষ মিটার সিমফ্রাই জাল জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন এবং মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এসব সামগ্রী অবৈধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ পলিথিনসমূহ বাগেরহাট পরিবেশ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত সিমফ্রাই জালসমূহ পরিবেশবান্ধব উপায়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর