বাগেরহাটের মোংলা বন্দরে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনেই (১ জুলাই) বাণিজ্যিক কার্যক্রমে রেকর্ড সফলতা দেখা গেছে। বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি ও রাজস্ব আয়ের সকল লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্রবন্দর।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মঙ্গলবার বন্দরের বিভিন্ন জেটিতে মোট চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে অবস্থান করছে সিঙ্গাপুর পতাকাবাহী কোটা রেস্টু (গিয়ারলেস) জাহাজটি। ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে এসেছে পানামা পতাকাবাহী এম টি হাইহং। ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেশিনারিজসহ অবস্থান করছে সিয়েরা লিওন পতাকাবাহী এম ভি হিস্টোরি এডুয়ার্ড এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ পণ্য নিয়ে এসেছে পানামারই আরেকটি জাহাজ এম ভি ডি এস প্রসপারিটি।
এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি এবং এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে রয়েছে বিভিন্ন ধরনের আমদানি পণ্য, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের মেশিনারি, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, পাথর, সিমেন্ট তৈরির কাঁচামাল এবং এলপিজি।
নতুন অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরের এমন সাফল্যকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে বন্দর ব্যবহারকারীদের আস্থা যেমন বাড়ছে, তেমনি রাজস্ব আয়ের ক্ষেত্রেও বড় অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।