মোটর সাইকেলের চাকায় ওড়না জড়িয়ে ঝিনাইদহে কলেজ ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে তামান্না ইয়াসমিন (২০) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের পাগলাকানাই ব্যাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না ইয়াসমিন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্রী ও কোটচাঁদপুর উপজেলা দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি ঝিনাইদহে পাগলাকানায় এলাকার একটি মেসে থেকে লেখাপড়া করতেন। শনিবার পরীক্ষা শেষে তিনি বাড়িতে যান। কিন্তু ছাত্রাবাসের মালিক মারা যাওয়ার খবর পেয়ে পিতার সঙ্গে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসেন। বাড়ি ফেরার পথে পাগলাকানাই ব্যাকা ব্রীজ এলাকায় তিনি পিতার সঙ্গে সড়ক দুর্ঘটনার শিকার হন।”নিহতের বাবা আব্দুল মান্নান জানান, পাগলাকানায় ব্যাকা ব্রিজের সামনে একটি আলমসাধু ও ইজিবাইকে সাইড দিতে গিয়ে তামান্নার গলার ওড়না মোটরসাইকেলের চাকায় জড়িয়ে পাকা রাস্তার উপর পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত তামান্না ও তার পিতা আব্দুল মান্নানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তামান্না ইয়াসমিন মারা যান। গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিতা আব্দুল মান্নান। ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।#smk












