বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

মোরেলগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ১৫৭ বার
আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মুসাফ কাককা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা জামান খান। বিশেষ অতিথি ছিলেন এ আর খান ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ মহিউদ্দিন নওয়াব, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ রেজাউল করিম এবং নলবুনিয়া আলিম মাদ্রাসার অধ্যাপক মোঃ সাইফুল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁর শিক্ষা ও আদর্শ মেনে চললেই আমরা সমাজ থেকে অশান্তি, হিংসা ও বিদ্বেষ দূর করতে পারব।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নবীজির জীবনাদর্শ অনুসরণ করে সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক সমাজ গড়ার আহ্বান জানান। তারা বলেন, “আজকের তরুণ প্রজন্মকে রাসূল (সা.)-এর শিক্ষা অনুশীলনের মাধ্যমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সমীর রঞ্জন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর