মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদরাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি: / ৩৯ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ নির্বাচনে ছিল ভোটারদের প্রাণবন্ত উপস্থিতি ও ব্যাপক আগ্রহ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, মো. রেজাউল করিম বিপুল ব্যবধানে জয়লাভ করে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মালেক সুমন পেয়েছেন ৪৭ ভোট এবং অপর প্রার্থী মইনুল ইসলাম পেয়েছেন ৪৪ ভোট। নির্বাচনে মোট ৪৪৬ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল ও একটি ভোট বিনষ্ট হয়।

ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় মাদরাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ নির্বাচনকে ঘিরে মাদরাসা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সকলেই সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর