যশোরে ৬টি আসনে ভোট গ্রহণ হবে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬০২ কক্ষে
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার সম্ভাব্য ভোট কেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে জেলার ৬ আসনের ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬০২ কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আল রাকিব সাক্ষরিত তালিকার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যানুযায়ী, ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬০২ কক্ষের মধ্যে
যশোর-১ শার্শা আসনে ১০২ ভোট কেন্দ্রের ৫৭৭ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৬৮ পুরুষ কক্ষ ও ৩০৯ মহিলা কক্ষ।
যশোর-২ ঝিকরগাছা ও চৌগাছা আসনে ১৭৫ ভোট কেন্দ্রের ৯০৫ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪২৭ পুরুষ কক্ষ ও ৪৭৮ মহিলা কক্ষ।
যশোর-৩ সদর আসনে ১৯০ ভোট কেন্দ্রের ১ হাজার ১২৫ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫২৫ পুরুষ কক্ষ ও ৬০০ মহিলা কক্ষ। যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে ১৪৮ ভোট কেন্দ্রের ৮৬৭ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৯১ পুরুষ কক্ষ ও ৪৭৬ মহিলা কক্ষ।
যশোর-৫ কেশবপুর আসনে ১২৮ ভোট কেন্দ্রের ৭০৭ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩১৯ পুরুষ কক্ষ ও ৩৮৮ মহিলা কক্ষ।
যশোর-৬ মণিরামপুর আসনে ৮১ ভোট কেন্দ্রের ৪২১ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯৮ পুরুষ কক্ষ ও ২২৩ মহিলা কক্ষ।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সেখ শরিফুল ইসলাম বলেন, এয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে যশোর জেলার সম্ভাব্য ভোট কেন্দ্র ও কক্ষের তালিকা করা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করা হয়নি। ভোটার সংশোধনের ফলে প্রত্যেক উপজেলায় কিছু ভোটার বেড়েছে। সেই তথ্য নেয়া হয়নি উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটারের তথ্য নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা আগামী সোমবার কিংবা মঙ্গলবার প্রকাশ করা হবে।#












